দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতি ও লাইব্রেরি নিউজ লেটার ইনর্ফমেনিয়ার উন্মোচন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শিলচর রাধামাধব কলেজে দর্শন বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতি-র দশম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। বুধবার কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরীর হাত ধরে দেওয়াল পত্রিকাটির উন্মোচন হয়েছে। একই ভাবে এদিন লাইব্রেরি বিভাগের বার্ষিক নিউজ লেটার ইনর্ফমেনিয়া-র দশম সংখ্যার উন্মোচন করেন কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায় ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর তথা লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী। 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ‍্যক্ষ ড. দেবাশিস রায় বলেন, দর্শন বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতি-র উন্মোচনের জন্য দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ড. স্বর্ণালী রায় চৌধুরী বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরীর তরফে যে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে অনুষ্ঠানের চমৎকার রূপ দেওয়া হয়েছে তা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। তিনি আশাবাদী ভবিষ্যতেও এধরণের প্রয়াস জারী থাকবে।

এদিকে, কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরীর উচ্চ প্রশংসা করে অধ‍্যক্ষ বলেন, লাইব্রেরি বিভাগ প্রতিবছর বার্ষিক নিউজ লেটার ইনর্ফমেনিয়া-র উন্মোচন করে আসছে। তিনি বলেন এটা লাইব্রেরিয়ান ডঃ সোনালি চৌধুরীর বিশেষ কৃতিত্ব। লাইব্রেরি বিভাগ এই নিউজ লেটার উন্মোচনের মাধ্যমে একটা বার্তা দিতে চায় যে এই বিভাগ কলেজের উন্নয়নের স্বার্থে কিছু একটা করতে চায়। 

দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতি ও লাইব্রেরি নিউজ লেটার ইনর্ফমেনিয়ার উন্মোচন রাধামাধব কলেজে

এদিকে, কলেজ লাইব্রেরিয়ান তথা আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী বলেন, আজকে যে নিউজ লেটার উন্মোচন হয়েছে এটা আমাদের দশম সংখ্যা। প্রতিবছর এই নিউজ লেটার প্রকাশিত হয়ে থাকে। এবছর দশম সংখ্যায় ২০২৩-২৪ সালের প্রতিটি কার্য্যকলাপ ও পরিষেবা সুবিধা কি কি আছে তা তুলে ধরা হয়েছে। নিউজ লেটার উন্মোচনে আন্তরিক সহযোগিতার জন্য তিনি কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়, লাইব্রেরি কমিটি, লাইব্রেরি বিভাগের কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরী বলেন, প্রতিবছর আমরা দেওয়াল পত্রিকার উন্মোচন করে থাকি কিন্তু এবছর ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে লক্ষ্য রেখে এটাকে বইয়ের আকারে প্রকাশিত করা হয়েছে। দেওয়াল পত্রিকার সম্মাদনার সঙ্গে জড়িত শিক্ষক, শিক্ষয়িত্রী তথা ছাত্র ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতি ও লাইব্রেরি নিউজ লেটার ইনর্ফমেনিয়ার উন্মোচন রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অধ্যাপক যথাক্রমে অরুন্ধতী দত্ত চৌধুরী, জীবন দাশ, ড. কালীপদ দাশ, ড. স্বর্ণালী রায় চৌধুরী, ড. অরুণাভ ভট্টাচার্য, ড. রাহুল শরনিয়া, ড. সন্তোষ বরা, ড. সূর্য্যসেন দেব, ড. পিয়া দাস, ড. নবনিতা দেবনাথ, নম্রতা নাথ, ড. সুমিতা বোস, ড. সিএইচ মণিকুমার সিংহ, ড. এম সানি সিংহ, শবনম সারংশা, অর্চিস্মিতা রায়, সাওয়ন চক্রবর্তী, বৈশালী চক্রবর্তী, সোনালি চন্দ, শবনম বড়ভূইয়া, পার্মিতা দে, অভিষেক দাস, দেবজানি দেব প্রমুখ। 

Author

Spread the News