মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃত্যু বরাকের যুবকের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় বরাকের এক যুবকের মৃত্যু ঘটল। প্রয়াত যুবক রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের প্রয়াত ইশাদ আলির ছেলে বছর পঁয়তাল্লিশের জালাল উদ্দিন। জালালের বড় ভাই নজির উদ্দিনও মেঘালয়ে কয়লা খনিতে কাজ করেন। জানা যায়, সোমবার সকাল ছয়টায় প্রতিদিনের মতো মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে যান জালাল। খনিতে নামার সময় হঠাৎ সিড়ি ভেঙ্গে ৬০/৭০ফুট গভীর কয়লার খনিতে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গ তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন বড়ভাই। কিন্ত গুয়াহাটি যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল। সেখান থেকে মেঘালয়ে ফিরিয়ে আসেন।

সন্ধ্যা সাতটায় মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন পরিজন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পূর্ব টঙ্গিবাড়ি নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী জালাল উদ্দিনের মৃত্যুতে গোটা পূর্ব টঙ্গিবাড়ি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জালালের পরিবারে রয়েছেন মা, স্ত্রী সহ চার কন্যা সন্তান।

মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃত্যু বরাকের যুবকের

Author

Spread the News