বাংলা বিভাগের উদ্যোগে রাধামাধব কলেজে রবীন্দ্রনাথকে স্মরণ

বরাক তরঙ্গ, ৮ মে : যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিবস উদযাপন করলো রাধামাধব কলেজের বাংলা বিভাগ। বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য, গীত, আবৃত্তি ও বক্তৃতানুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়।

এদিন কলেজ অধ‍্যক্ষ তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবন জুড়ে রয়েছেন। আজকের দিনে কবিগুরুকে স্মরণ করা ও তাকে জানা খুবই প্রয়োজন। তার বাণী ও আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়া শিক্ষক সমাজ ও ছাত্রদের সামাজিক দায়িত্ব। এদিকে আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী সূচক বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান এই কঠিন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের পথ দেখাতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে সমাজের কথা যে সভ্যতার কথা বলে গেছেন তা আমাদের মনে রাখতে হবে এবং সুন্দর সমাজ গঠনে সচেষ্ট হতে হবে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রাহুল চক্রবর্তী আবৃত্তি ও গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। রাহুল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা নিজের একটি কবিতা আবৃত্তি করেন। এর সাথে তিনি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার শেষ নেই, আজও তিনি প্রাসঙ্গিক। 

অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য গীত পরিবেশন করেন কলেজের ছাত্র ছাত্রীরা। শুভাঙ্গী কংসবণিক, দিয়া চৌধুরী, মনিষা নাথ চৌধুরী ও প্রিয়া দাস নৃত্য পরিবেশন করেন। তাছাড়া সংগীত পরিবেশন করেন কলেজ ছাত্রী হরিপ্রিয়া দেব, রিসিকা রায়, বর্নমিতা ভট্টাচার্য, পারমিতা দাস, পার্বনী ভট্টাচার্য ও সুইটি মজুমদার। এদিন ছাত্র ছাত্রীদের সাথে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী পর পর দুটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা অর্চিস্মিতা রায় একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কালীপদ দাশ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাও আবৃত্তি করেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সূর্য্যসেন দেব। অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা সুমিতা বসু সহ অনুষ্ঠানের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। 

Author

Spread the News