ইন্ডিয়া টিমে খেলা পাঁচ ফুটবলার নিয়ে শিলচরে পা নর্থইস্ট ইউনাইটেড এফসির

চিন্তার অবকাশ নেই বললেন নর্থ ইস্ট কোচ সুহেল নায়ার

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : মঙ্গলবার দুপুরে শিলচরে পা রাখে নর্থইস্ট ইউনাইটেড এফসি। স্টেডিয়ামে যখন আইজল এফসি বনাম সেনাপতি এফসি ম্যাচ চলছিল, কাছাড় ক্লাবের লনের মসৃণ ঘাসে ফুটবলারদের কসরৎ করাচ্ছিলেন শিলচরে দল নিয়ে নর্থইস্ট রিজার্ভ দলের কোচ সুহেল নায়ার। শিলচরের ক্যাপ্টেন নলিনীমোহন গুপ্ত ট্রফি আমন্ত্রণমূলক ফুটবলে আগামীকাল অভিষেক ঘটছে এই আইএসএল দলের। ইন্ডিয়া সুপার লিগে খেলা নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের প্রথম ম্যাচে নামছে মণিপুরের এফসি রায়েংদাইয়ের বিরুদ্ধে। মণিপুরের দলটি প্রথম ম্যাচে জিতেছে কাছাড়েরই লেনরোল এফসি-র বিরুদ্ধে। ফলে, তারা যতটা ফুরফুরে মেজাজে মাঠে নামবে নর্থইস্ট ততটা স্বস্তিতে থাকবে না। জন আব্রাহামের টিম তাদের জুনিয়র ব্রিগেড নিয়ে এসেছে। অধিকাংশই অনূর্ধ্ব যোলো-সতেরো। তবে সাব-জুনিয়র ইন্ডিয়া টিমে খেলা পাঁচজন ফুটবলার এই দলে রয়েছেন। সুহেল দেশের ফুটবলার গড়ে তোলার ব্যাপারে বলেন, একজন খেলোয়াড় কমেও বছরে ৩০ টি টুর্নামেন্টে ম্যাচ খেললে তাড়াতাড়ি তার উঠে আসার সম্ভাবনা হয়। যা ইউরোপীয় দেশগুলোতে হয়ে থাকে। ভারতে খুব কমই টুর্নামেন্টে খেলার সুযোগ মিলে। সুহেল বলেন, তাদের দল গোটা উত্তর পূর্ব ভারতের প্রতিনিধিত্ব করছে। কাজেই তাদের প্রত্যাশা অনুযায়ী দল কাজ করছে। তিনি বলেন, এই অঞ্চলে ফুটবলের বিকাশ সাধনে তিন বছরের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বেঙ্গালুরু এফসি -র পর এখানে ফুটবলার গড়ে তোলার কাজে হাত দেয়া হয়েছে। যার দায়িত্বে রয়েছেন তিনি। কথায় কথায় জানালেন, শিলচরে একটা ভাল ছাপ রেখে যাওয়ার লক্ষ্যেই দল নিয়ে এসেছেন। কোচ, সহকারী কোচ, ম্যানেজার ও ফিজিও ছাড়াও কুড়ি জন ফুটবলার নিয়ে শিলচরের মাটিতে পা রেখেছেন সুহেল নায়ার। কর্মকর্তারা কেউ আসেননি? সুহেল বললেন, ফাইনালে উঠলে ১১ তারিখ অবশ্যই অনেকে আসবেন।

অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে ভবিষ্যতের দল গড়ার লক্ষ্য নর্থইস্টের। পার্থিব গগৈ, প্রজ্ঞান সুন্দর গগৈরা এভাবে উঠে এসেছেন। শিলচরে আসা দলের তিন ফুটবলারও এবারের আইএসএল মরশুমে নর্থইস্ট স্কোয়াডে রয়েছেন। যদিও খেলার সুযোগ পাননি। ইতিমধ্যে সাব-জুনিয়র ইন্ডিয়া দলে খেলেছেন শিলচরে আসা টিমের পাঁচজন ফুটবলার। তাঁরা হলেন- সিএস ফ্রেডি, লাইক্রম ড্যানি মৈথেই দিব্যজ ঠক্কর, মুকুল পানোয়ার, ভুমলেনলাল হ্যানসিং। ইউরোপিয়ান ক্লাবগুলির অ্যাকাডেমি দলগুলি প্রচুর ম্যাচ খেলার সুযোগ পায়।

ইন্ডিয়া টিমে খেলা পাঁচ ফুটবলার নিয়ে শিলচরে পা নর্থইস্ট ইউনাইটেড এফসির

নর্থইস্ট ইউনাইটেড তাদের অ্যাকাডেমির ছেলেদের জন্য ততটা ম্যাচ দিতে পারছে না। সেজন্য বিভিন্ন টুর্নামেন্টে সেই দলকে পাঠানো হয়ে থাকে। ২৭ জনের ‘পুল’ থেকে টুর্নামেন্ট অনুযায়ী খেলোয়াড় বাছাই করা হয়ে থাকে। বাকিরা বিশ্রামে থাকেন। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও একটানা প্র্যাকটিস এবং দু’টি টুর্নামেন্টে খেলে আসার সুবাদে নিজের দলকে উপরের দিকেই রাখলেন সুহেল নায়ার। বললেন, মাঠে এগারো জনের বিরুদ্ধে এগারো জনই খেলবে। প্রতিপক্ষ খুব বেশি বাড়তি সুবিধা পাবে এমনটা কিন্তু মনে হচ্ছে না।

ইন্ডিয়া টিমে খেলা পাঁচ ফুটবলার নিয়ে শিলচরে পা নর্থইস্ট ইউনাইটেড এফসির

Author

Spread the News