চন্দ্রযান ৩ : শিলচরে উল্লাস বিজেপির কর্মকর্তাদের, পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : চন্দ্রযান ৩-এর সাফল্যে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মূলত চন্দ্রযানের সাফল্য ইটখলা বিজেপি জেলা কার্যালয় থেকে দলীয় নেতা -কর্মীরা এক মিছিল বের করে ক্যাপিটেল পয়েন্টে এসে আনন্দে মেতে উঠেন। চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁয়ায় আতশবাজি ফাটানো সহ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দলীয় কর্মকর্তারা।

কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক) বলেন, ইতিহাস গড়ল ভারত। চাঁদে পা পড়ল চন্দ্রযান ৩-র। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। এই বিষয়টি সমগ্ৰ ভারতবাসীর কাছে এক উল্লেখযোগ্য ও গর্বের দিন, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে কুমেরু জয় করল। এই জয় সমগ্র ভারতবাসীর জয়।

চন্দ্রযান ৩ : শিলচরে উল্লাস বিজেপির কর্মকর্তাদের, পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, জেলার সহসভাপতি গোপাল রায়, সহ-সম্পাদক পুলক দেব, এসসি বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস, মধ্যশহর সম্পাদক সঞ্জয় রায়, কার্যালয় সম্পাদক অমিত রায়, সুমনা দাস, মাপ্পি ভট্টাচার্য, বলরাম শীল সহ কাছাড় বিজেপির নেতা ও কর্মীরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News