বিভিন্ন দাবিতে শিলচর রেলস্টেশনের অনশন বাঙালি নবনির্মাণ সেনার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : ২৪ ঘন্টার অনশন ধর্মঘটে বসল বাঙালি নবনির্মাণ সেনা। রবিবার শিলচর রেলস্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করলেন সংস্থার কর্মকর্তারা।  দীর্ঘ ৩০ বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ভাষা শহিদদের সরকরি স্বীকৃতি প্রদান ও ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। ধর্মঘট চলাকালীন সংস্থার কর্মকর্তারা জানান, বিরোধী ও শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে ব্যক্তিগত ভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও, দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে থাকেন।

বাংলা ভাষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী সেনানীদের সরকারি স্বীকৃতি দিতে অবহেলা কেন এনিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তাঁরা। আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার দাবি পূরণ না করলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলে কড়া ভাষায় হুঁসিরারি দিয়েছেন তাঁরা। এদিন বাঙালি নবনির্মান সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে, রাজদীপ ভট্টাচার্য, আশিস দাস, সঞ্জয় দাস, সোমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News