দুধের প্যাকেট চুরির চেষ্টা, চাবি দিয়ে কিশোরের মাথায় আঘাত, ধৃত ২
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : দোকান থেকে দুধের প্যাকেট চুরি করার সময় ধরা পড়ে এক কিশোর। এরপর স্থানীয় কয়েকজন লোক কিশোরটিকে খুঁটিতে বেধে বেধড়ক মারধর করেন। এমনকি বাইকের চাবি দিয়ে মারধর করেন। ঘটনাটি গুয়াহাটি জতিয়ায় ঘটেছে সোমবার।
কিশোরকে নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম যথাক্রমে হিমাংশু বৈশ্য ও জয়ন্ত তালুকদার। ছোটখাটো অপরাধে এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে ওই দুই ব্যক্তি। একটি দোকান থেকে দুধের প্যাকেট চুরির চেষ্টা করেছিল বলে অভিযোগ ওই কিশোরের বিরুদ্ধে।
জানা যায়, চুরির অপরাধে কিশোরকে একটি খুঁটির সঙ্গে বেধে কিছু লোক তাদের হাতে বাইকের চাবি দিয়ে মাথায় মারধর করে। এতে তার চোখের কাছে গুরুতর জখম হয়। কিশোরটি তার চোখ বাঁচাতে সক্ষম হলেও তার চোখের ডান দিক থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে ভগদত্তপুরের পুলিশ হাজির হয় এবং ওই কিশোরকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়। স্থানীয় কয়েকজন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এরপর পুলিশ দু’জনকে গ্রেফতার করে।