শিলচর শ্মশানে সাফাই অভিযান ষষ্ঠ এপি ব্যাটিলিয়ানের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিলচর শ্মশানে সাফাই অভিযান অসম পুলিশের ষষ্ঠ এপি ব্যাটিলিয়ানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় দেশের কোণায় কোণায়। অভিযানে সাড়া দিয়েছিল ভারতের আম জনতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভাগ। এই অভিযানে পুলিশ প্রশাসনও পিছিয়ে নেই। রবিবার আসাম পুলিশের ষষ্ঠ এপি ব্যাটিলিয়ানের জওয়ানরা স্বচ্ছ ভারত অভিযানে নামেন।
শিলচর শ্মশানঘাটের ভেতর ও পার্শ্ববর্তী সড়কে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন জওয়ানরা। এর নেতৃত্ব দেন ব্যটেলিয়ানের কমান্ডেন্ট ড. প্রদীপ শইকিয়া এপিএস ও অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বিজয় সিংহ (এপিএস)। এ দিন প্রায় দেড়শো জওয়ান সাফাই অভিযানে ছিলেন।