সোনাইয়ে শুরু হচ্ছে ওপেন ক্রিকেট এমএলএ কাপ

সোনাইয়ে শুরু হচ্ছে ওপেন ক্রিকেট এমএলএ কাপ

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : সোনাইয়ে শুরু হচ্ছে মেগা এমএলএ কাপ। সাজু ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৬ নভেম্বর থেকে সোনাই এনজি এইচএস স্কুলের খেলার মাঠে ৬ ওভারের অ্যাইট এ-সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হবে। সন্ধ্যা রাত পাঁচ’টা থেকে খেলা শুরু হবে। রবিবার রাতে সোনাই মাঠে এক সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্টের প্রস্তুতি তুলে ধরেন আয়োজকরা। সাজু ফ্যান্স ক্লাবের সভাপতি তথা সোনাই পুর সদস্য নূর আহমেদ বড়ভূইয়া, কার্যকরী সভাপতি জুনুবাবু লস্কর, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার, সাহার বড়ভূইয়া, সুফিয়ান লস্কররা বলেন, দীর্ঘ কয়েকবছর পর সোনাইয়ে বড় ধরনের ওপেন ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রবেশ ফিস থাকছে পঁচিশ’শো টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ ৪০ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হবে। রানার্সআপ দলকে নগদ ২০ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে।

এছাড়া থাকছে প্লেয়ার অব দ্যা ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, লম্বা সিক্স, বেস্ট ক্যাচ সহ অন্যান্য ট্রফি। প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দল অংশ গ্রহন করবে বলে আশাবাদী আয়োজকরা। প্রতিযোগিতাটি উপভোগ করতে দর্শকদের আহবান জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিরামনি চৌধুরী, মুন্না লস্কর, রুহেল লস্কর প্রমুখ।

সোনাইয়ে শুরু হচ্ছে ওপেন ক্রিকেট এমএলএ কাপ

Author

Spread the News