পুলিশের ডাকে সদর থানায় হাজির, জামিনে ফিরলেন অতীন দাশ

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি সদর থানায় ডেকে গ্রেফতার করলে জামিনে মুক্তি পেলেন কবি-সাংবাদিক অতীন দাশ। মহাত্মা গান্ধীকে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে শিলচর ও হাইলাকান্দিতে মামলা করে কংগ্রেস। শুক্রবার সকালে হাইলাকান্দি সদর থানায় উপস্থিত হলে প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক অতীন দাশকে গ্রেফতার করে পুলিশ। সেসময় দাশের সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, বিজেপি শহর মণ্ডল (পূর্ব) সভাপতি অমিত কুমার দেব, শহর মণ্ডল (পশ্চিম)  সভাপতি রূপক বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা৷

সদর থানায় প্রথমে তাঁর বয়ান রেকর্ড করেন এই মামলার তদন্তকারি অফিসার। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইলাকান্দির এসকে রায় অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফের থানায় নিয়ে এসে জামিনে বাড়ি যেতে দেওয়া হয়।  উল্লেখ, গত ১৪ আগস্ট হাইলাকান্দি জেলা বিজেপি আয়োজিত বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীন দাশ।

Author

Spread the News