মালুগ্রামের পানীয়জল সঙ্কট দূর করতে ১৫ দিনের সময় বেধে স্মারকপত্র

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : বৃহত্তর মালুগ্রামের পানীয়জল সমস্যা সমাধানে জেলা আয়ুক্তকে এক স্মারকপত্র দিল ইয়াসির নাগরিক সভায় গঠিত স্টিয়ারিং কমিটি। বুধবার কমিটির এক প্রতিনিধি দল ও এলাকার অন্যান্য নেতৃস্থানীয় নাগরিকরা ডিডিসি রাজীব রায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে জেলা আয়ুক্তের উদ্দেশে স্মারকপত্র প্রদান করেন। প্রতিনিধি দলে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আশু পালের নেতৃত্বে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সঞ্জীব রায়, ভাস্কর ভট্টাচার্য, বাসুদেব শর্মা, অমিত চক্রবর্তী, নীলোৎপল সোম চৌধুরী, প্রণব দত্ত, অশোক চৌরাসিয়া, যদুগোপাল চৌধুরী প্রমুখ।

মালুগ্রামের পানীয়জল সঙ্কট দূর করতে ১৫ দিনের সময় বেধে স্মারকপত্র

তারা সাক্ষাতকারে ডিডিসি রায়কে জানান পিএইচই, পুরসভা ও এপিডিসিএল বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে বৃহত্তর মালুগ্রাম এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। জোরালো দাবি জানান কাছাড় জেলা প্রশাসন কর্তৃপক্ষ তিনটি বিভাগের উপস্থিতিতে স্টিয়ারিং কমিটির একটি সভা আয়োজন করার। সভার আয়োজন ও পানীয়জলের সমস্যা সমাধানের দাবিতে ১৫ দিনের চরমপত্র দেওয়া হয়েছে। অন্যথায় একটি শক্তিশালী আন্দোলন শুরু করা হবে এবং প্রথম ইতিবাচক পদক্ষেপ হবে পিএইচই অফিস ঘেরাও করা হবে। ডিডিসি রাজীব রায় প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে জেলা প্রশাসন খুব গুরুত্ব সহকারে এই গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা নিশ্চয় করবে।

Author

Spread the News