ফের বিতর্কে কঙ্গনা, হাইকোর্টের নোটিশ
২৬ জুলাই : ফের নতুন বিতর্ক কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। হিমাচল প্রদেশ হাইকোর্ট তাঁকে নোটিশ পাঠিয়েছে। চলতি বছরের লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে মান্ডির সাংসদ হয়েছেন কঙ্গনা। কংগ্রেস প্রার্থী বিক্রমদিত্য সিংকে প্রায় ৭৫ হাজার ভোটে তিনি হারিয়ে দেন। তবে এবার তৈরী হয়েছে নতুন বিতর্ক।
বন দপ্তরের প্রাক্তন কর্মী লায়েক রাম সিং আদালতে জানিয়েছেন তিনি এই আসনে ভোটে লড়ার সব কাগজ দিয়েও অবৈধভাবে তাঁর মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। আদালতে নো ডিউ সার্টিফিকেট জমা দেন তিনি। এরপরই কঙ্গনাকে নোটিশ দেয় আদালত।
২১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে কঙ্গনাকে। তার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। তাহলে কী ফের বিতর্ক উঠল কঙ্গনার সাংসদ পদ নিয়ে ?