কেরলে পদক অসম সেপাকটাকরো দলের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : কেরলের কাসারাগড় জেলায় অনুষ্ঠিত সাব জুনিয়র জাতীয় সেপাক টাকরো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে অসম দল। তাঁরা একটি করে সোনা ও রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে নেয়। মেয়েদের কোয়াড ইভেন্টে সোনা জিতেছে অসম। তারা রুপো পায় ছেলেদের কোয়াড ইভেন্টে। এছাড়া ব্রোঞ্জ জিতেছে মেয়েদের টিম ইভেন্ট এবং মেয়েদের রেগু ইভেন্টে। মণিপুরের বিরুদ্ধে সোনা জয়ী কোয়াড টিম দুর্দান্ত ফাইনাল ম্যাচ উপহার দিয়েছে। তারা জয়লাভ করে ১৩-১৫, ১৫-১০, ১৫-১০ স্কোরে।

দলের এই সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন অসম সেপাক টাকরো সংস্থার সভাপতি ভবেশ কলিতা ও সচিব বিষ্ণুরাম নুনিসা। এছাড়া করিমগঞ্জ জেলা সেপাক টাকরো সংস্থার সচিব এমাদ উদ্দিন‌ও দলকে অভিনন্দন জানিয়েছেন । প্রসঙ্গত, মেয়েদের দলের কোচ হিসাবে রয়েছেন হাইলাকান্দির বিধুমুখী সিংহ। সবকটি দলেই বরাক উপত্যকার খেলোয়াড়দের আধিপত্য রয়েছে।

কেরলে পদক অসম সেপাকটাকরো দলের

Author

Spread the News