অ্যাথলেটিক্সে ৩টি পদক শিলচরের, অংশ নেননি শুভম

ইকবাল লস্কর, শিলচর। 
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : মরিগাঁওয়ে আন্তঃজেলা মিটে প্রথম দিন ৩টি পদক পেল শিলচর। মহিলাদের অনূর্ধ্ব ২০ দশ হাজার মিটারে দ্বিতীয় স্থান লাভ করে  সিলভার পদক পেয়েছেন কুটন গড়। পুরুষ বিভাগের দশ হাজার মিটারে ব্রোঞ্জ পদক পেয়েছেন শিলচরের আব্দুল সালাম। ৮০০ মিটারে ব্রোঞ্জ সামিম আহমেদের।

এদিকে, শুভম ঘোষ গুয়াহাটি গিয়েও আন্তঃজেলা অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেননি। তাঁর নাম শিলচর এবং শ্রীভূমি উভয় জেলা দলেই ছিল। এরপর‌ও শিলচর ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য শুভমকে শ্রীভূমির হয়ে অংশ নেওয়ার জন্য মৌখিক ছাড়পত্র দিয়ে দিয়েছিলেন। কারণ, শেষবার গত বছর করিমগঞ্জ ডিএসএ-র হয়ে খেলেছিলেন শুভম।

Author

Spread the News