ট্রেনের নিচে মত্ত অবস্থায় ঝুলে ২৯০ কিমি পাড়ি তরুণের
২৮ ডিসেম্বর : মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এক তরুণ। ভিডিও দেখে গাঁ শিউরে উঠেছে অনেকের। ট্রেনের নিচে মত্ত অবস্থায় ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি দিয়েছেন এই তরুণ। রেললাইন এবং ট্রেনের মধ্যে বহু বিপজ্জনক ‘স্টান্ট’ করতে দেখেছেন অনেকে ওকেই, সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা।
এক তরুণকে দেখা গিয়েছে ট্রেনের নিচে ঝুলে ঝুলে কয়েকশো কিলোমিটার ভ্রমণ করতে। ১২১৪৯ নং পুনে দানাপুর এক্সপ্রেস যখন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল, এক রেলওয়ে কর্মী রোলিং ও গিয়ার পরীক্ষা করার জন্য আসতেই তাঁর কাছে ধরা পড়ে যান এই তরুণ। রেলকর্মী দেখেন (Viral Video) যে ট্রেনের এসি কামরার ঠিক নিচেই ঝুলে রয়েছেন এক তরুণ। তারপরেই অন্য আরও রেলকর্মীদের সহায়তায় তাঁকে সেই জায়গা থেকে বের করে আনা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ইতারসি স্টেশন থেকে তিনি জব্বলপুরে এসে পৌঁছেছেন। হেঁটে গেলে এই দূরত্ব প্রায় ২৯০ কিমি।
