ধলাইয়ে লাইন হোটেল থেকে কিং কোবরা উদ্ধার
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : লোকালয় থেকে উদ্ধার হল কিং কোবরা। ধলাই থানা এলাকার ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুর অয়েসিস হোটেল থেকে উদ্ধার হয়েছে সাড়ে বারো ফুট লম্বা সাপের রাজা বিষধর কিং কোবরা। শুক্রবার দুপুর একটার কাছাকাছি সময়ে দোকান মালিক ব্রজেন সিংহ দোকানের বারান্দায় বিশাল আকারের সুদীর্ঘ বিষধর সাপ প্রত্যক্ষ করেন। দোকান মালিক ও অন্যান্যদের চেঁচামেচিতে সাপটি মূহূর্তেই দোকানের ভেতরে প্রবেশ করে। ভয়ে পড়ি-মরি দোকানের ভেতরে থাকা কর্মচারী ও অন্যান্যরা দোকানের বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জের ধলাই স্থিতি কার্যালয়েকে অবগত করানো হয়। ছুটে আসেন ফরেস্ট গার্ড দিলীপ সিনা সহ অন্যান্য বন কর্মীরা। তারা ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।
এরপর খবর দেওয়া হয় শিলচরের উদ্ধারকারী দলকে। বিকেল চারটার কাছাকাছি সময়ে সাতটিকে উদ্ধার করতে শিলচর থেকে ছুটে আসেন উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী, অবণীকুমার পেগু, মানসজ্যোতি পেগু ও সাবির আহমেদ লস্কর। উদ্ধারকারী দল প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে সাপটিকে দোকানের বাইরে নিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়া আসে, সন্ধ্যার সাড়ে পাঁচটা নাগাদ উদ্ধারকারী দল সাপটিকে সম্পূর্ণ উদ্ধার করে ব্যাগে পুরতে সক্ষম হন।
লোকালয়ে বিষধর কিং কোবরা চলে আসায় স্থানীয় মানুষের মধ্যে সৃষ্টি হয় আতঙ্কের। অবশেষে উদ্ধারকারী দল সাপটিকে ধরে ফেলায় স্বস্তি ফিরে স্থানীয়দের মধ্যে। বন বিভাগ জানিয়েছে সাপটিকে বড়াইল অভয়ারণ ছেড়ে দেওয়া হবে।