মেহেরপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চেরিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে মেহেরপুরে বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে এক ভিশন চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত  শিবিরে মোট ১৩০ জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন অপ্টোমেট্রিস্ট ডাঃ আশিস দেবনাথ ও ডাঃ রাকেশ ত্রিপুরা। যার মধ্যে ৩৬জনের চোখে সমস্যা সনাক্ত করা হয়। যাদের চোখের সমস্যা সনাক্ত করা হয় তাদের চৌধুরী ভিশন আই সেন্টার, বারিকনগরে পরবর্তী বিনামূল্যে  চিকিৎসার জন্য, আগামী দশদিনের মধ্যে উপস্থিত হয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপ ঘোষণা করেন চৌধুরী চক্ষু হাসপাতালের কর্মকর্তা প্রিয়ম চৌধুরী। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।

শিবিরে লায়ন্স ভ্যালি ভিউ-এর পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, মিনারা বেগম লস্কর, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ভ্যালি ভিউ -এর ডাকে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত দাস ও ইয়াসির কর্মকর্তা ফাগুন রুহিদাস, স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষ মনীষা দাসগুপ্ত ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

মেহেরপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে চক্ষু পরীক্ষা শিবির

Author

Spread the News