আজ নিগমবোধ শ্মশানঘাটে শেষকৃত্য প্রাক্তন প্রধানমন্ত্রীর

স্মৃতিসৌধ নির্মাণের জায়গা বরাদ্দ কেন্দ্রের, জানালেন অমিত শাহ

২৮ ডিসেম্বর : আজ, সকাল পৌনে বারোটা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। দিল্লির নিগমবোধ শ্মশানঘাটে শেষকৃত্য হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানা যায়। প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা আরও একটি বিবৃতিতে বলা হয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, প্রতিরক্ষামন্ত্রী, ক্যাবিনেট সচিব ও অন্যরা শ্মশানঘাটে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়াও স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করা হবে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ শুক্রবার রাতে এই মর্মে একটি বিবৃতি পেশ করা হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল মন্ত্রিসভার বৈঠকে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারকে ফোন করে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

আজ নিগমবোধ শ্মশানঘাটে শেষকৃত্য প্রাক্তন প্রধানমন্ত্রীর

Author

Spread the News