কাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে লরি, আহত চালক
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ভাগা বাজারের পর কাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল লরি। এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে মদুয়া নদীর উপর। জানা যায়, বদরপুর থেকে ৬ নং জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় কাটিগড়া মধুয়া নদীর উপর থাকা সেতুর রেলিং ভেঙে একটি লরি পড়ে যায়। ঘটনার প্রায় দু’ঘণ্টার পর উদ্ধার করা হয় চালককে। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, মাস তিনেক আগে ভাগা-শেরখান রোডের ভাগা বাজারে রুক্মিণী নদীর উপর থাকা সেতুটি ভেঙে একটি লরি ঝুলে গিয়েছিল।
