স্কুল কবাডিতে দাপট দিল্লি পাবলিক স্কুলের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুধাংশু মোহন দত্ত স্মৃতি আন্তঃস্কুল কবাডি প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দিল্লি পাবলিক স্কুল। প্রণবানন্দ বিদ্যামন্দির রানার্সআপ হয়েছে। স্কোর (২৩-৭)।
ছেলেদের বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে দিল্লি পাবলিক স্কুল। রানার্সআপ অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল। স্কোর (২৭-১৩)
ছেলেদের বিভাগে আটটি দল যোগদান করেছে এবং মেয়েদের বিভাগে ১২ টি দল যোগদান করেছে। শনিবার ক্লাব গ্রুপের মধ্যে কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ( পুরুষ ও মহিলা )।