রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের ৩৫০ জনের দল হেঁটে পৌঁছল রামমন্দিরে

১ ফেব্রুয়ারি : ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যার রামমন্দির। আর তারপরেই রামলালার দর্শনে মুগ্ধ হয়েছে গোটা দেশ। এমতাবস্থায়, রামলালাকে দর্শনের জন্য ৬ দিনের পদযাত্রার পর মঙ্গলবার লখনউ থেকে ৩৫০ জন মুসলিম ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। দলটির নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের জাতীয় আহ্বায়ক রাজা রইস এবং প্রাদেশিক আহ্বায়ক শের আলি খান।

মূলত, ওই ৩৫০ জনের দলটি লখনউ থেকে ছয় দিনের পদযাত্রার পরে অযোধ্যায় পৌঁছেছিলেন। ওই সফরের সময়ে প্রতি ২৫ কিলোমিটার অন্তর একটি পূর্বনির্ধারিত স্থানে রাতে বিশ্রামের জন্য তাঁরা থাকতেন এবং পরের দিন সকালে ফের রওনা হতেন। এইভাবে ৬ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ভক্তরা ছেঁড়া জুতো এবং ক্ষতবিক্ষত পায়ে অযোধ্যায় পৌঁছে অবশেষে রামলালার দর্শন পান।

রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের ৩৫০ জনের দল হেঁটে পৌঁছল রামমন্দিরে

রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন। ওই মঞ্চের মিডিয়া ইনচার্জ শহিদ সাঈদ জানিয়েছেন যে, শ্রী রামের দর্শনের এই মুহূর্তটি তাঁর সারাজীবনের জন্য একটি আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে। পাশাপাশি রাজা রইস জানান, রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি বলেন, “আমাদের দেশ, আমাদের সভ্যতা, আমাদের সংবিধান একে অপরের মধ্যে ঘৃণা শেখায় না। ভিন্ন ধর্মের কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের উপাসনালয়ে যান, তাহলে এটা মোটেই ধরে নেওয়া উচিত নয় যে তিনি তাঁর নিজের ধর্ম ত্যাগ করেছেন।”

তিনি আরও জানান, “আমরা দেশ ও মানবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান বাড়াতে এসেছি। এর ফলে আমরা কেউ কাফের হইনি, কোনো অপরাধ করিনি। বরং, এটি এদেশের ভালোবাসা ও ঐক্যের সংস্কৃতিকে শক্তিশালী করবে।” পাশাপাশি, এই ভক্তদের, ঐক্য ও অখণ্ডতার প্রতীক হিসেবে স্বাগতও জানানো হয়। খবর : বাংলা হান্ট।

Author

Spread the News