লেনিনের মৃত্যু শতবার্ষিকী পূর্তি পালন শিলচরে

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ও সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিন এর মৃত্যু শতবার্ষিকী পূর্তি উপলক্ষে মঙ্গলবার শিলচরের ডিমাসা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয় এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে। দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কু্র্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের অন্যতম পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব। তিনি রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে বলেন লেনিন মার্ক্সবাদকে বিকশিত করেন যা লেনিনবাদ নামে পরিচিত। কোন দেশে বিপ্লব সংঘটিত করতে হলে কী প্রক্রিয়ায় দল গঠন করতে হয় তা লেনিন তাত্ত্বিকভাবে যেমন দেখান ঠিক তেমনি দল গঠন করে রাশিয়ায় বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয় আধুনিক শোধনবাদ কী এবং কিভাবে তা প্রতিবিপ্লব ঘটাতে পারে তাও ব্যখ্যা করে দেখান।

লেনিনবাদকে ভিত্তি করে পরবর্তীতে বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে এবং বহু দেশে বিপ্লব সংঘটিত হয়। তিনি বলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণীর উপর যে শোষণ নিপিড়ন চলছে তা থেকে মুক্তি পেতে হলে লেনিনের শিক্ষাকে পাথেয় করে সঠিক বিপ্লবী দল গঠন করে বিপ্লব সংঘটিত না করলে মুক্তি লাভ সম্ভব হবে না। তিনি এও বলেন যে ভারতের মাটিতে ১৯৪৮ সালে মার্ক্সবাদ-লেনিনবাদকে ভিত্তি করে মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ শ্রমিক শ্রেণীর দল হিসেবে এসইউসিআই (সি) প্রতিষ্ঠা করেন। শিবদাস ঘোষ ভারতের মাটিতে এসইউসিআই (সি) দলকে মার্ক্সবাদ- লেনিনবাদের সঠিক প্রয়োগের মাধ্যমে গড়ে তুলেছিলেন বলে আজও বিপ্লবের ঝান্ডাকে উড্ডিন রেখে গণ আন্দোলন গড়ে তুলছে। আজকের আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সুব্রতচন্দ্র নাথ, অজয় রায়, মাধব ঘোষ, নকুল রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, লক্ষীচরন আকুড়া সহ অন্যান্যরা।

Author

Spread the News