কাঁচাকান্তি কালাইন কালীবাড়ি দুর্গাপূজা ৪৪তম পা

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শ্রীশ্রী কাঁচাকান্তি কালাইন কালীবাড়ি দুর্গাপূজা কমিটি ৪৪তম বছরে পা দিল। চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি। পুজোর বাজেট ৯লক্ষ টাকা। উত্তর ভারতের এক প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার কাজ চলছে। বৃহস্পতিবার কালাইন শ্রীশ্রী কাঁচাকান্তি কালীবাড়িতে এক সাংবাদিক সম্মলেন করে পুজো কমিটির কর্তাদের পাশে নিয়ে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অন্যতম কর্মকর্তা নিত্য গোপাল দাস।

মহালয়ার পূণ্য প্রভাতে মহিষাসুর মর্দিনি অনুষ্ঠান থাকবে। পশ্চিমবঙ্গ নদীয়া থেকে আসা শিল্পীরা মায়ের প্রতিমা তৈরি করছেন। মণ্ডপ তৈরি করছেন স্থানীয় শিল্পী গুমড়া এলাকার সাধন শুক্লবৈদ্য। আলোক সজ্জা করবেন শিলচরের নিতাই দাস।

পুজোর তিনদিন দুপুরে থাকবে প্রসাদের ব্যবস্থা। তাছাড়াও দশমীর পরদিন স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া দশমীর দু’দিন পর প্রতিমা নিরঞ্জন করা হবে। পুজোয় আপামর বরাক উপত্যকাবাসীকে আমন্ত্রন জানিয়ে পুজো সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে আহ্বান জানান পুজো কমিটির কর্মকর্তারা।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News