বাড়ির রাস্তাকে কেন্দ্র করে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত যুবক

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : বাড়ির রাস্তা নিয়ে দুই প্রতিবেশীর বাকবিতণ্ডা জেরে দলবদ্ধ আক্রমনে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বহিঃ রাজ্যে চিকিৎসাধীন এক ব্যক্তি৷  আহত ব্যক্তির নাম অসিত দে ওরফে বিজিত। উত্তেজিত জনতা অভিযুক্ত সুমন দেব, তার মা ও কাকাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেন।ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের ঠেখনি শিথলি বাড়ি এলাকায়। জানা গেছে, ঠেখনি শিথলি বাড়ি এলাকার অসিত দে ওরফে বিজিত ও সুমন দেব নামের দুই প্রতিবেশী একটি রাস্তা দিয়ে উভয় পরিবারের লোকজন বাড়িতে আসা যাওয়া করতেন। এ নিয়ে দুটি পরিবারের মাঝে মনমালিন্যতা চলছিল। অনেক সময় বাকবিতণ্ডাও হয়। অসিত দে পেশায় অটো চালক। এতে সাত সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায়।

মঙ্গলবার সকালে অটো নিয়ে বেরিয়ে গেলে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সুমন রাস্তায় তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এমনকি বাড়ির রাস্তা দিয়ে আসা যাওয়া করতে বারন করে। তার দাবি এই রাস্তাটি তার পিতৃ সম্পত্তি। পরবর্তীতে এদিন রাত সাড়ে আটটা নাগাদ অসিত বাড়িতে যাবার পথে সুমন ও তার আত্মীয় পরিজন মিলে তাকে তুলে নিয়ে তাদের ওঠানে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি দা দিয়ে অসিতের বা পায়ের নব্বই শতাংশ কেটে ফেলে প্রতিবেশী সুমন বলেও অভিযোগ। পরে অসিতের আত্মচিৎকারে ছুটে আসে তার বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশী।পড়ে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বহিঃ রাজ্য শিলচর মেডিক্যালে স্থানান্তর করা হয়।

এদিকে অভিযুক্ত সুমন তার মা অনিমা দেব ও কাকা সজল দেব আইনি বেড়াজাল থেকে রেহাই পেতে মারপিটে আহত হবার বাহানা নিয়ে কদমতলা হাসপাতালে গেলে উত্তেজিত জনতা তাদেরকে উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার হাতে তুলে দেন। বর্তমানে সকলেই কদমতলা থানার হেফাজতে রয়েছে।

Author

Spread the News