শহরের ভয়ঙ্কর রাস্তা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইয়াসির
বরাক তরঙ্গ, ৬ জুন : শিলচর শহরের ভয়ঙ্কর রাস্তার হাল ফেরাতে নেতৃস্থানীয় নাগরিক এবং সক্রিয় সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। বৃহস্পতিবার ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) আহাদ লস্কর এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত রাস্তাটি ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাঁরা বলেন, বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণের পরে, ক্যাপিটেল ট্রাভেলস পয়েন্টের আশেপাশের এলাকাগুলি উধারবন্দ নির্বাচনী এলাকার অধীনে চলে গেছে এবং ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে কিন্তু উধারবন্দ- এর সংশ্লিষ্ট বিধায়ক মোটেই কাজ করছেন না, এমনকি তিনি সেখানকার রাস্তাগুলির কোনও সংস্কারের বিষয়েও মাথা ঘামান না যার জন্য মানুষের জীবনের ক্ষতিও হতে পারে।
তাছাড়া হাসপাতাল রোড ও রাঙ্গিরখাড়ি এলাকায় বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা, সেখানকার রাস্তাগুলো সবচেয়ে ভয়াবহ। কিন্তু পূর্ত বিভাগটি মূক ও বধির আচরণ করছে। জনগণের জন্য অন্য কোন বিকল্প নেই, তাই সময়সীমার মধ্যে কাজ শুরু না হলে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন শুরু করবে ইয়াসি হুঁশিয়ারি দেয়।