কাছাড়ে ২ ও ৩ জুন সব বিদ্যালয় ছুটি

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুন : অবিরাম ভারি বৃষ্টিপাতের কারণে কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে, ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাপ্রশাসন এক গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, আগামী দিনগুলোতেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরণের বাধা হয়ে দাঁড়াতে পারে।

এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, কাছাড় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার, ২ জুন ও মঙ্গলবার, ৩ জুন জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, প্রাদেশিকীকৃত, বেসরকারি ও ভেঞ্চার—সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলির পরিচালনা যেকোনো সংস্থা বা বোর্ডের অধীনে হোক না কেন এবং তারা জেলার যেকোনো স্থানে অবস্থিত হোক।

এই সিদ্ধান্ত একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীবৃন্দ অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে পারেন এবং কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এই সিদ্ধান্ত দ্রুত এবং যথাযথভাবে প্রচারমাধ্যম ও অন্যান্য যোগাযোগপন্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কাছাড় জেলার জেলা আয়ুক্তের অনুমোদনে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

কাছাড়ে ২ ও ৩ জুন সব বিদ্যালয় ছুটি

Author

Spread the News