আছিমগঞ্জ-দুল্লভপুরের বেহাল বাঁধের ব্যবস্থা নেওয়ার দাবি আমসুর
বরাক তরঙ্গ, ৩১ মে : লঙ্গাই নদীর বেহাল বাঁধ পরিদর্শন করলেন আমসুর কর্মকর্তারা। শনিবার আছিমগঞ্জ-দুল্লভপুর লঙ্গাই নদীর বেহাল বাঁধ শতাধিক মানুষ নিয়ে পরিদর্শন করেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আখতার। তিনি বলেন, প্রায় এক যুগ থেকে দুল্লভপুর, মুরাদপুর, তাপাদারপাড়া বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিবছর বর্ষাকালে এলাকার মানুষ আতঙ্কে ভোগেন। কিন্তু আজ অবধি স্থায়ী সমাধান হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বস্তা দিয়ে বাঁধ ভাঙা আটকানোর চেষ্টা করলেও আতঙ্ক বিরাজ করে জনমনে।
সাদিক আখতার আরও বলেন, অপেক্ষা করার সময় নেই দেখে, শত শত পরিবার গরু ছাগল নিয়ে আতঙ্ক অন্যত্র চলে যাচ্ছেন, তাই আজ রাতের ভেতরে যে কোন উপায়ে বাঁধ ভাঙার কিছুটা হলেও নিরসন না করলে শত শত ঘরবাড়ি জলের তলায় স্থান নেবে। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ মানুষের। তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, অতি শীঘ্রই ব্যবস্থা নিয়ে গ্রামগুলোকে রক্ষা করার। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমসুর শ্রীভূমি জেলা কমিটির উপদেষ্টা আবু সুফিয়ান সহ এলাকার বিশিষ্টজনেরা।
