পাথারকান্দির দুল্লভপুরের বাঁধ ভেঙে জল ঢুকছে, প্লাবিত বহু এলাকা

বরাক তরঙ্গ, ১ জুন : শ্রীভূমির আছিমগঞ্জ-দুল্লভপুর লঙ্গাই নদীর বেহাল বাঁধ ভেঙে জল ঢুকছে। রবিবার সকাল দিকে এ ঘটনা ঘটেছে। দুল্লভপুরে নড়বড়ে বাঁধ ভেঙে জল প্রবেশ করে বহু গ্রাম নয়া করে প্লাবিত হল। যেদিকে জল ঢুকছে তার ঠিক সামনে একটি ঘর রয়েছে। জলের তোড়ে কতক্ষণ টিকিয়ে থাকনে এনিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ঘরে বন্যার জল প্রবেশ করে। এরমধ্যে রয়েছে মসজিদ, স্কুলও। চরম বিপাকে পড়েছেন এলাকার জনগণ।

পাথারকান্দির দুল্লভপুরের বাঁধ ভেঙে জল ঢুকছে, প্লাবিত বহু এলাকা

শনিবার ওই স্থান পরিদর্শন করেছিলেন আমসু নেতা সাদিক আখতার। শীঘ্রই ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা করেছিলেন তিনি। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আখতার।

পাথারকান্দির দুল্লভপুরের বাঁধ ভেঙে জল ঢুকছে, প্লাবিত বহু এলাকা

Author

Spread the News