তসলা ও ওয়াংখাই লৈকাই দিয়ে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বরাক তরঙ্গ, ১ জুন : লালার তসলা ও ওয়াংখাই লৈকাইর ভাঙন স্থল দিয়ে কাটাখালের জল ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। লালা সার্কলের অন্তর্গত তসলা খাল দিয়ে কাটাখাল নদীর জল তীব্র গতিত লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ অঞ্চল জলে প্লাবিত করে তুলেছে। সরকারের অবহেলার কারণে আজ এই তসলা খাল দিয়ে কাটাখাল নদীর জল তীব্র গতিতে ঢুকছে বলে অভিযোগ স্থানীয়দের। কয়েক বছর ধরে এখানকার তসলা ও ওয়াংখাই লৈকাই এলাকা দিয়ে কাটাখালের জল ঢুকে এখানকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে তুললেও সরকার সেই ভাঙন আজ পাকাপাকিভাবে মেরামত হয়নি। ফলে কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দিলে এই দু’টি ভাঙন দিয়ে খুব সহজে জল ঢুকে এখানাকার নিমাইচান্দপুর, সামারিকোনা, কালাছড়া, রাজ্যেশ্বরপুর, মাটিজুরি, সোনাপুর ইত্যাদি গ্রামকে প্লাবিত করে তুলে। এতে দুর্গতির সীমা থাকে না স্থানীয়দের।

এদিকে, লালাছড়া হনুমান মন্দিরের কাছে লালাছড়া নালার জলে এলাকা প্লাবিত করে তুলেছে। লালাছড়া -বিলাইপুর পুর্ত সড়কের দুর্গাপুর এলাকায় কোমর জলের কারণে এখন এই সড়ক দিয়ে  সব ধরনের যান চলাচল বন্ধ। নৌকায় করে মানুষ পারাপার হচ্ছেন। এক কথায় সন্ধ্যার দিকে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করবে বলে অনেকের অনুমান।

তসলা ও ওয়াংখাই লৈকাই দিয়ে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

Author

Spread the News