তেজপুরে এআইডিএসও’র রাজ্য সম্মেলন শুরু
বরাক তরঙ্গ, ১ জুন : তেজপুরে শুরু হল এআইডিএসও’র ৫ম আসাম রাজ্য সম্মেলন। শনিবার হেম বরুয়া ভবনে প্রকাশ্য সভার উদ্বোধন করেন বিশিষ্ট জননেতা কান্তিময় দেব। সংগঠনের রাজ্য সভাপতি প্রোজ্জ্বল দেবের সভাপতিত্বে পরিচালিত সভায় বিশিষ্ট জননেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন দরং কলেজের প্রাক্তন অধ্যাপক পূণ্যেশ্বর নাথ, অভ্যর্থনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজকর্মী মিনাক্ষী ভুঁইয়া, এআইডিএসও’র সেন্ট্রাল কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিশংকর পট্টনায়ক, সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি জিতেন্দ্র চালিহা, সংগঠনের বর্তমান রাজ্য সম্পাদক হেমন্ত পেগু প্রমুখ। ছাত্ৰ সন্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক ছাত্ৰ প্রতিনিধি হিসেবে অংশগ্ৰহণ করে। এছাড়াও তেজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র, ছাত্রী সম্মেলনে অংশ গ্রহণ করে। অরুণাচল, মণিপুর, মিজোরাম এবং ত্ৰিপুরা রাজ্য থেকেও অনেক পৰ্যবেক্ষক প্ৰতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আজ সকাল ১০ টায় সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি সৌরভ পতাকা উত্তোলন করেন। ভারতের নবজাগরণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে মনীষীদের উদ্ধৃতি এবং এআইডিএসও’র বিভিন্ন উল্লেখযোগ্য আন্দোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন যথাক্রমে দরং কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ গহন চন্দ্র মহন্ত এবং প্রাক্তন শিক্ষক হরিদাস সরকার। শিক্ষার প্ৰাণসত্বা ধ্বংসকারী জাতীয় শিক্ষা নীতি -২০২০ বাতিল করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা, বৈজ্ঞানিক, ধৰ্মনিরপেক্ষ এবং গণতান্ত্ৰিক শিক্ষা ব্যবস্থা রক্ষা করা, প্ৰথম থেকে অষ্টম শ্ৰেণী পর্যন্ত পাস ফেইল প্ৰথা পুনঃ প্ৰবৰ্তন করা, সরকারি স্কুল বন্ধের প্ৰক্ৰিয়া বন্ধ করা, চার বছরের ডিগ্ৰি পাঠ্যক্ৰমের পরিবৰ্তে পূর্বের ন্যায় তিন বছরের পাঠ্যক্ৰম চালু করা, তথাকথিত ভারতীয়করণের নামে পাঠ্যক্ৰমে অন্ধ বিশ্বাস, কুসংস্কার, জাতি বিদ্বেষের মনোভাব গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা বন্ধ করা, কেন্দ্ৰীয় বাজেটের ১০ শতাংশ ও রাজ্য বাজেটের ৩০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা ইত্যাদি মোট ১৭ দফা দাবির ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা ৬ টায় প্ৰতিনিধিদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ জুন সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে উত্তর-পূৰ্বাঞ্চলের ছাত্ৰ-শিক্ষকদের নিয়ে একটি মত বিনিময় সভা। এই সভার আলোচ্য বিষয় হবে “উত্তর পূৰ্ব ভারতে উদ্যোগীকরণের সম্ভাবনা এবং বেকার সমস্যার সমাধান”। এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন শ্বিলংস্থিত উত্তর-পূৰ্বাঞ্চলীয় পাৰ্বত্য বিশ্ববিদ্যালয় (নেহু) এর বিশিষ্ট অধ্যাপক এইচ শ্ৰীকান্ত, মেঘালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াণ্ডেল পাসা, অসমের রূপহী কলেজের প্ৰাক্তন অধ্যাপক আব্দুস সবুর, অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর অন্যতম আহ্বায়ক অজয় আচাৰ্য, ত্ৰিপুরার সেভ এডুকেশন কমিটির বৰ্ষীয়ান সদস্য চমক দেববৰ্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আগামীকাল বিকেল ৪টা থেকে শুরু হওয়া প্ৰতিনিধি সভায় জাতীয় শিক্ষা নীতি’২০২০ সহ শিক্ষার জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিশদ আলোচনা করে শক্তিশালী ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার কাৰ্যসূচী গ্ৰহণ করা হবে। ২ জুন প্ৰতিনিধি সভার সমাপ্তিতে নিৰ্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এআইডিএসও’র কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি সৌরভ ঘোষ এবং প্ৰধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এস ইউ সি আই (কমিউনিষ্ট) দলের পলিটব্যুরোর প্ৰবীণ সদস্য, প্ৰখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্য। এআইডিএসও’র উদ্যোগে আয়োজিত এই রাজ্য সম্মেলনের সমস্ত কাৰ্যসূচী সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।