শ্বাসরুদ্ধকর ম্যাচ, টাইব্রেকারে জয়লাভ কালাখাল এফসির
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ মে : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবলে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জয়ী হল কালাকাল এফসি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকে। খেলার ২২ মিনিটে জুপিটার ক্লাবকে এগিয়ে নেন হয়ে রৌবেন। গোলের সংখ্যা বাড়ানো আর সমতায় ফেরা নিয়ে দুই দলের মধ্যে শুরু জোর লড়াই। অবশেষে ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান লিভারুয়েল।
কিন্তু এরপর উভয় দল কোন গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। ৬-৫ গোলে জয়ী হাসিল করে কালাখাল এফসি।
ম্যাচ সেরা হন কালাখাল এফসির গোল কিপার রোনাল সুচেন। তার হাতে পুরস্কার তুলে দেন অ্যাকাডেমির সম্পাদক দিবার লস্কর ও সহ-সম্পাদক জাহারুল লস্কর।
এদিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শংকর ভট্টাচার্য ও জাফর বড়ভূইয়া।
আগামীকাল দু’টি খেলা হবে। প্রথম খেলায় মুখোমুখি হবে বিহাড়া (লাম্বাটিল্লা) এফসি বনাম এনএচ স্পোর্টিং (হাওয়াইতাং)
এবং দ্বিতীয় খেলা নিয়াইরগ্রাম এফসির বিরুদ্ধে ভাগা বাজার এফসি।
