ক্রেন পড়ে শোভানশিরি জলবিদ্যুৎ প্রকল্পে মৃত্যু শ্রমিকের

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : ফের এনএইচপিসিতে মৃত্যু ঘটল এক শ্রমিকের। শোভানশিরি জলবিদ্যুৎ প্রকল্পে মৃত্যু ঘটেছে অস্থায়ী শ্রমিকের। মৃতের নাম মনোজ সোনওয়াল (২৬)। ১১৬ ফুট উচ্চতা থেকে ক্রেন পড়ে মনোজ মারা যান। গোগামুখের বাসিন্দা। কর্তৃপক্ষ দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে, ভারী বৃষ্টিপাতের পর এনএইচপিসি লোয়ার সুবানসিরি প্রকল্পের ডান তীরে ব্যাপক ভূমিধসে এক শ্রমিক আহত হয়ে মারা যান। নিহত শ্রমিক পুতুল গগৈ গোগামুখের মিংমাং মদনপুরের বাসিন্দা ছিলেন।

ক্রেন পড়ে শোভানশিরি জলবিদ্যুৎ প্রকল্পে মৃত্যু শ্রমিকের

Author

Spread the News