বাঁশবাড়ি থেকে কাঠ চেরার মেশিন বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : গোপন খবরের ভিত্তিতে শ্রীভূমি তথা লঙ্গাই বিটের বাঁশবাড়ি এলাকায় সদর রেঞ্জার হায়দর হোসেন লস্করের নেতৃত্বে সদলবলে অভিযান চালিয়ে একটি অবৈধ কাঠ চেরার মে‌শিন বাজেয়াপ্ত করা হয়। তবে ধরপাকড়ের কোনও খবর পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যায়।

উল্লেখ্য, কিছু দিন আগে কালীগঞ্জ এলাকা থেকে সদর রেঞ্জের আধিকারিকরা বেশ কয়েকটি কাঠ চিরার মে‌শিন বাজেয়াপ্ত করেছিলেন।

বাঁশবাড়ি থেকে কাঠ চেরার মেশিন বাজেয়াপ্ত

Author

Spread the News