ভাষা সেনানী লোপামুদ্রা চৌধুরী স্মরণ শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : এক ভাবগম্ভীর পরিবেশে সীমান্ত জেলা শহর শ্রীভূমিতে স্মরণ করা হয় বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ ও সমাজকর্মী সর্বজন শ্রদ্ধেয় এবং ভাষা সেনানী লোপামুদ্রা চৌধুরীকে। বুধবার শহরের রামকৃষ্ণ মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিরা।
খুশি স্মৃতি সংস্থা আয়োজিত স্মরণ সভায় সুলেখা দত্ত চৌধুরীর পৌরহিত্য লোপামুদ্রা চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রবীণ নাগরিক সতু রায়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী, জেলা সমিতির সম্পাদক নন্দ কিশোর বণিক, ভারত বিকাশ পরিষদের প্রাক্তন জেলা সভাপতি নিখিলরঞ্জন দাস, বেবিলেন্ড স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দে, প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর দেওর নবনীরঞ্জন চৌধুরী, জামাতা সুবিমল ভট্টাচার্য,পুত্র নিলোয় চৌধুরী, খুশি স্মৃতি সংস্থার আহ্বায়ক সুব্রত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ। পরে শোক বার্তা পাঠা করে পুত্র সহ পরিবারের অন্যান্যদের হাতে তুলে দেন আয়োজক সংস্থার পক্ষ থেকে সৌমিত্র পাল, ডাঃ দেবতোষ পাল, অরূপ রায় প্রমুখ।
