বাজপেয়ির জন্মদিনে স্বাস্থ্য শিবিরের ওবিসি মোর্চার শিলচরে

বাজপেয়ির জন্মদিনে স্বাস্থ্য শিবিরের ওবিসি মোর্চার শিলচরে

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বিজেপির ওবিসি মোর্চা। বুধবার বাজপেয়ির জন্মদিন উপলক্ষে শিলচর চেংকুড়ি এলাকায় ওবিসি মোর্চার মেডিক্যাল সেলের কনভেনার হরিপদ দেবনাথের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় দেড় শতাধিক  লোক স্বাস্থ্য পরীক্ষা করান।

বাজপেয়ির জন্মদিনে স্বাস্থ্য শিবিরের ওবিসি মোর্চার শিলচরে

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হরিপদ দেবনাথ জানান অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে বিনামূল্যে এক দিবসীয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন এবং আগামী দিনেও এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন পুর কমিশনার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বাজপেয়ির জন্মদিনে স্বাস্থ্য শিবিরের ওবিসি মোর্চার শিলচরে

Author

Spread the News