তিনদিনের সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা অরুণাচলে
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : তিন দিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্রদেশে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার সন্ধ্যায় ইটানগরে পৌঁছেন অর্থমন্ত্রী। তিনি এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার সাতটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের (আরআরবি) কাজকর্ম পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়।
কৃষিঋণ বৃদ্ধি করার জন্য ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশের লক্ষ্যে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির উদ্দেশে আহ্বান অর্থমন্ত্রীর
বৈঠকে মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তরের সচিব এম নাগরাজু সহ উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির প্রধানরা উপস্থিত ছিলেন। আরবিআই, নাবার্ড ও সিডবি প্রধান আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এই বৈঠকে আঞ্চলিক ব্যাঙ্ক গুলির ব্যবসায়িক কর্মক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তি পরিষেবার মানোন্নয়ন এবং কৃষি ও সহযোগী ক্ষেত্র ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে মদত দেবার উদ্দেশে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন এবং তাদের পৃষ্ঠপোষক ব্যাঙ্কসমূহ সহ এইসব ব্যাঙ্ক গুলোকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সহ ভারত সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করার দিকে নজর দেবার জন্য আহ্বান জানান।
মন্ত্রী সীতারমণ তৃণমূল পর্যায়ে কৃষি ঋণ বিতরণে গ্রামীণ ব্যাঙ্কগুলোকে তাদের অবদান বৃদ্ধি করার নির্দেশ দিয়ে বলেন, গ্রামীণ জীবনযাত্রাকে অধিকতর মুজবুত করতে উদ্যান এবং শুয়োর পালন, হাঁস-মুরগি পালন, দুগ্ধ ও মৎস্যচাষের মতো সংশ্লিষ্ট কার্যক্রমের উপর বিশেষ জোর দেওয়া দরকার।
অরুণাচল প্রদেশে তাঁর দ্বিতীয় দিনের সফরে, অর্থমন্ত্রী নামসাই সফর করেন, যেখানে তিনি এসবিআই আঞ্চলিক ব্যবসায়িক কার্যালয়ের উদ্বোধন করেন। এছাড়া, উত্তরপূর্বাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে একাধিক সরকারে অনুষ্ঠানে অংশ নেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অরুণাচল প্রদেশ সফরের শেষ দিন ২ অক্টোবর নির্মলা সীতারমণ নামসাই-তে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে অংশ নেবেন।