করিমগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : আশ্বিনে বজ্রপাত! উত্তর করিমগঞ্জের পাথু এলাকায় বজ্রপাতে মৃত্যু ঘটল সাজন মিয়া নামের এক ব্যক্তির। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই ঘটনাটি সংঘটিত হয়। ভোরে ওজু করতে পুকুরে যান। এর ফাঁকে তিনি ক্ষেতের জমিতে জল কেমন হয়েছে তা দেখতে হয়তো গিয়ে ছিলেন। সকালে পরিবারের এক সদস্য চা নিয়ে গিয়ে দেখতে পান তিনি পড়ে রয়েছেন। এরপর দেখতে পান পেটে ও উরুতে জ্বলসে রয়েছে। ওই ব্যক্তি বাড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা পৌঁছেন।
পরিবারের লোকেরা লাতু ওয়াচ পোস্ট ও করিমগঞ্জ সদর থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাঁরা মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।