ফের অসুস্থ বিজেপির দুই প্রবীণ নেতা, চিকিৎসাধীন

৪ জুলাই : ফের অসুস্থ হয়ে পড়লেন বিজেপির দুই প্রবীণ নেতা। কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হল দু’জনকে। একজন হলেন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি অপরজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার রাতে তাঁকে দিল্লির এক নামি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়। তবে চিকিৎসক সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বর্ষীয়ান নেতা।

জেরিয়াট্রিকস বিভাগে ভর্তি ছিলেন ৯৬ বছর বয়সি বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল, বার্ধক্যজনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে আদবানিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আদবানি। দিল্লির হাসপাতালটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ বর্ষীয়ান বিজেপি নেতাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিউরোলজি (Neurology) বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডঃ বিনীত সুরির অধীনে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। নিউরোলজি ছাড়াও ইউরোলজি, কার্ডিওলজি ও গেরিয়াট্রিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৯৬ বছরের প্রবীণ নেতার শারীরিক অবস্থার উপরে নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

এ দিকে, চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলো বিজেপির বর্ষীয়ান নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে। তিনি চিকিৎসাধীন আইসিইউতে রয়েছেন।

দিন পনেরো আগে বাড়িতে তাঁর ‘মাইল্ড স্ট্রোক’ হয়। তখন থেকে তিনি ছিলেন শয্যাশায়ী। বুধবার বাড়িতে তাঁর শারীরিক সমস্যা শুরু হলে বিকেলের দিকে তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের লোকেরা তাঁকে মেডিক্যালে নিয়ে যান। তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন ডাঃ তনুশ্রী দেব গুপ্ত। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসার জন্য কবীন্দ্রবাবুকে ভর্তি করানো হয়। অধ্যক্ষ ডাঃ গুপ্ত জানান, রক্তে কিছুটা সংক্রমণ ধরা পড়া ছাড়া, কবীন্দ্রবাবুর বাকি সব স্বাভাবিক রয়েছে। তাই ফের রক্তের নমুনা সংগ্রহ করে ‘কালচার’-এর জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বুকে ব্যথা থাকায় আগামীকাল তাঁর ‘চেস্ট সিটি স্ক্যান’ সহ অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে সবমিলিয়ে অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Author

Spread the News