মেডিক্যাল থেকে নিখোঁজ লালার বয়স্ক মহিলা
বরাক তরঙ্গ, ১১ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে নিখোঁজ হলেন লালার এক বয়স্ক মহিলা। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন লালা আপিন রংপুরের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী আয়াতুন নেসা বড়ভূইয়া। অনেক খোঁজাখুঁজি করার পরও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ কোথাও মহিলাকে পেয়ে থাকেন তাহলে 9101888257 বা 7454886145 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়।