সুতারকান্দি মডেল ও সুতারকান্দি এমই স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি এমই স্কুল ও সুতারকান্দি মডেল স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান সম্পন্ন হয় বুধবার। এদিন সকাল এগারোটায় সুতারকান্দি মডেল স্কুলের ছাত্রছাত্রীরা সুতারকান্দি এমই স্কুলে উপস্থিত হয়ে শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন করেন। উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মতবিনিময় হয়। এমই স্কুলের প্রধান শিক্ষিকা মন্দিরা চৌধুরীর অনুরোধে ছাত্র-ছাত্রীদের সামনে আদর্শ শিক্ষানীতি ও নিয়মানুবর্তিতার বিষয়ে পাঠদান করেন মডেল স্কুলের প্রশাসক এইচ এম আমির হোসেন। পাঠদান শেষে উভয় স্কুলের ছাত্র-ছাত্রীরা খেলাধুলায় মাঠে নামে। পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষিকা মন্দিরা চৌধুরী, সহকারী শিক্ষক মাহফুজ আহমেদ ও খালিদ আহমেদ তাপাদার। পরে দুপুর বেলায় মডেল স্কুলে উপস্থিত হন এমই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

স্কুলের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এইচ এম আমির হোসেন। উভয় স্কুলের ছাত্রছাত্রীদের আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে সত্যনিষ্ঠায় ছাত্রজীবন কাটানোর পাঠদান দেন এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক শান্তনু শীল ও নির্মল দাস। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন মডেল স্কুলের শিক্ষিকা মাম্পি দাস পুরকায়স্থ ও ওয়াহিদা চৌধুরী।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News