নেপালে ফের হেলিকপ্টার দুর্ঘটনা, হত ৫
৭ আগস্ট : ফের দুর্ঘটনা নেপালে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ ৫ জন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা গিয়েছে, নেপালের কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশে যাচ্ছিল কপ্টারটি। কিন্তু নুয়াকোটের সূর্যচৌর এলাকায় পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।
সূত্রের খবর, কাঠমান্ডু থেকে বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে উড়ে যায় কপ্টারটি। কিন্তু সূর্যচৌরে পৌঁছাতেই কর্তৃপক্ষের সঙ্গে কপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কপ্টারটি ওড়ার মাত্র তিন মিনিটের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থল থেকে ২ জন পুরুষ, একজন মহিলা এবং পাইলটকে শনাক্ত করা হয়েছে। আরেকটি দেহ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও শনাক্ত করা যায়নি। তবে কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।