ভয়াবহ ভূমিধস কাটিগড়ায়, ধ্বংসস্তুপে পরিণত চারটি বসতঘর

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ জুন : কাটিগড়ার মহাদেবপুর জিপির তালকরগ্র্যান্টে ধস পড়ে ভেঙে গিয়েছে চারটি বসতঘর। নষ্ট হয়ে গিয়েছে ঘর গুলিতে থাকা যাবতীয় আসবাবপত্র। ধস পড়ার ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তিনজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেওয়া হলে ও দু’জনের অবস্থা শঙ্কটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল নিয়ে যাওয়া হয়।

এদিকে, খবর পেয়ে রবিবার সকালে বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। ক্ষতিগ্রস্ত লোকদের সরকার থেকে সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।

ভয়াবহ ভূমিধস কাটিগড়ায়, ধ্বংসস্তুপে পরিণত চারটি বসতঘর

Author

Spread the News