অজুহাত সৃষ্টি করে বিভিন্ন জায়গার ঐতিহাসিক নাম পরিবর্তন করছে সরকার : এসইউসিআই

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দেশের রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকার গুলি কোন না কোন অজুহাত সৃষ্টি করে জনমতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গার ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত নাম যেমন খুশি পরিবর্তন করার কর্মসূচী হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে বিজেপি সরকার মুসলিম নামে অভিহিত হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের হাজার হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলোই সর্বপ্রথম বেছে নিয়েছে। এই ভাবেই অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ জারি করেছে। এই ধরণের কার্যকলাপ উগ্র সাম্প্রদায়িক মনোভাব থেকেই উদ্ভূত এবং এই ধরণের সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত কার্যকলাপ জাতি-ধর্ম-ভাষা-বর্ণ নির্বিশেষে ভারতের সকল জনগণের ঐক্য এবং সংহতি-বিশেষ করে ভারতের হিন্দু-মুসলমান জনগণের ঐক্য এবং সম্প্রতির মূলেই কুঠারাঘাত করছে এবং ভারতের হাজার হাজার বছরের সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রতির প্রাচীন সুমহান ঐতিহ্যের উপরই আঘাত হানছে। দলের পক্ষ থেকে চূড়ান্ত সাম্প্রদায়িক এবং জনবিরোধী নাম পরিবর্তনের এই নীতি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করে, করিমগঞ্জ জেলা রাখার দাবি জোরালো ভাবে জানান এসইসিআই (সি) অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস।

দলের পক্ষ থেকে রাজ্যের জনসাধারণকে আহ্বান জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সাধারণ মানুষের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভৌগোলিক অখণ্ডতার পরিপন্থী- সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রসূত নাম পরিবর্তনের এই নীতির বিরুদ্ধে যাতে সবাই রুখে দাঁড়ায় এবং তা প্রতিহত করতে এগিয়ে আসে।

করিমগঞ্জ জেলার জনগণের প্রতি দলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জ সহ অসমের অন্যান্য স্থানের নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অজুহাত সৃষ্টি করে বিভিন্ন জায়গার ঐতিহাসিক নাম পরিবর্তন করছে সরকার : এসইউসিআই

Author

Spread the News