মহিলা সংরক্ষণ বিল পাস, তুমুল হট্টগোল

১৯ সেপ্টেম্বর : নতুন সসংসদ ভবনে প্রথম ভাষণে দেশের প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ আলোচনা করেন। মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করার পরেই তুমুল হট্টগোল।  আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল এদিন পেশ করেন। বিলটি ধনি ভোটে পাশ হয়। কিন্তু তারপরেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। বুধবার পর্যন্ত মুলতুবি রাখা হল অধিবেশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম ভাষণে নারী সংরক্ষণ বিলের কথা উল্লেখ করে বলেন, “বহু বছর ধরে নারী সংরক্ষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বহুবার আলোচনা হলেও এই বিল পাশ করানো যায়নি। তিনি আরও বলেন, ভগবান হয়তো আমাকে নির্বাচন করেছেন পবিত্র কাজ করার জন্য। মহিলা সংরক্ষণ বিলকে আইনে পরিণত করার জন্য সংকল্পবদ্ধ এবং বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। সাংসদদের কাছে এই বিলে ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করেন মোদি। 

Author

Spread the News