নিখোঁজ নাবালিকাকে তামিলনাড়ু থেকে উদ্ধার ত্রিপুরা পুলিশের, ধৃত যুবক 

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : ত্রিপুরার নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করে বড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। তামিলনাড়ুর একটি হোটেল থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক যুবককেও। পুলিশের এই দ্রুত ও সাহসী অভিযানে এলাকায় স্বস্তির বাতাস বইছে, বিশেষ করে মেয়েটির পরিবারে ফিরে এসেছে শান্তি।

যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, চলতি মাসের ১০ তারিখ কাঠালিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাছিমা গ্রামের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা চারদিন ধরে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নিখোঁজ নাবালিকাকে তামিলনাড়ু থেকে উদ্ধার ত্রিপুরা পুলিশের, ধৃত যুবক 

অভিযোগ পাওয়ার পরই পুলিশ তৎপর হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়, শুরু হয় কঠোর অনুসন্ধান। নাবালিকার মোবাইল ট্র্যাকিং করে জানা যায়, সে তামিলনাড়ুর একটি হোটেলে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এক যুবক। সঙ্গে সঙ্গে ওসি সুব্রত দেবনাথ ও সাব-ইন্সপেক্টর শুভঙ্কর সাহার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। স্থানীয় পুলিশের সহায়তায় অভিযানে চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্ত যুবক আরিফ হোসেনকে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ২২ বছরের আরিফ স্বীকার করে, মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সে তাকে ভিনরাজ্যে নিয়ে পালিয়ে যায়। কিশোরী জানায়, প্রতারণার শিকার হয়ে সে নিরুপায় ছিল।

নিখোঁজ নাবালিকাকে তামিলনাড়ু থেকে উদ্ধার ত্রিপুরা পুলিশের, ধৃত যুবক 

অভিযুক্ত আরিফ হোসেনকে সোনামুড়া কোর্টে তোলা হয়েছে এবং কিশোরীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।

পুলিশের এই দক্ষ ও তৎপর অভিযানে এলাকাবাসী কৃতজ্ঞ। দ্রুত পদক্ষেপের ফলে মেয়েটিকে আরও বড় বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। যাত্রাপুর থানার পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে আইনশৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

Author

Spread the News