শিলচর পুরসভাকে টিপার দান স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শিলচরকে স্বচ্ছ রাখার পাশাপাশি বর্জ ব্যবস্থাপনায় সহায়তা করার পদক্ষেপ হিসেবে বুধবার কর্পোরেট সোশ্যাল রেসপোন্সিবিলিটি অর্থাৎ “সিএসআর” এর আওতায় শিলচর পুরসভা বোর্ডকে একটি টিপার দান করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া গুয়াহাটি সার্কল। শহরের বর্জ্য পদার্থ নিষ্কাশন ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্যানিটেশন পরিসেবা চাঙ্গা করার লক্ষ্যেই শিলচর পুরসভা বোর্ডকে এই টিপার গাড়ি দান করেছে এসবিআই।
এদিন শিলচর পুরসভা প্রাঙ্গণে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে আনুষ্ঠানিকভাবে টিপারের চাবি তুলে দেন এসবিআই-এর আধিকারিকরা। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত এসবিআইয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভুয়োশী প্রশংসা করেছেন।

এদিকে, এসবিআইয়ের আদিকারিকরাও এধরনের উদ্যোগে অংশ নিতে পারায় শিলচর পৌরসভা বোর্ডকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁরা জানান এসবিআই সমাজের উন্নতির জন্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দান করা টিপারটি শহরের বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনে যথেষ্ট উল্লেখযোগ্য সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা। আগামীতে শহর শিলচর একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদী এসবিআই। এদিন এসবিআইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার নীরাজ কাপুর, রিজিয়ন্যাল ম্যানেজার অভিনাশ হেমব্রম ও চিফ ম্যানেজার প্রসেনজিৎ বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
