ভারত-মায়ানমার পুরো সীমান্ত কাঁটাতার বসাবে সরকার

১৯ সেপ্টেম্বর : কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হবে ভারত-মায়ানমার পুরো সীমান্ত। সূত্রের খবর, ১ হাজার ৬৪৩ কিলোমিটার বিস্তৃত ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতার বসাতে খরচ হবে ৩১ হাজার কোটি টাকা। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) জানিয়েছিলেন, ইতিমধ্যেই ৩০ কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘেরার কাজ সম্পন্ন হয়েছে।

ভারত ও মায়ানমারের সীমান্তটি অস্ত্র, গোলাবারুদ, মাদক চোরাচালানের জন্য পরিচিত। এমনকি মণিপুরে যে অশান্তি চলছে, তার মূল কারণ হিসাবে সীমান্তের পরিস্থিতিকেই উল্লেখ করেছেন শা। সূত্রের খবর, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে ভারত ও মায়ানমারের ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্তজুড়ে কাঁটাতার বসানো ও সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে। এরই মধ্যে মণিপুরের মোরের কাছে প্রায় ১০ কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ হয়ে গিয়েছে।

এছাড়া মণিপুরের অন্যান্য এলাকায় ২১ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসানোর কাজ চলছে। ভারত-মায়ানমার সীমান্ত মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে।

ভারত-মায়ানমার পুরো সীমান্ত কাঁটাতার বসাবে সরকার
ভারত-মায়ানমার পুরো সীমান্ত কাঁটাতার বসাবে সরকার

Author

Spread the News