সোনাইবাসীর আবেগ নিয়ে খেলা না করতে বিধায়ককে বলল এনজি স্কুল সুরক্ষা কমিটি
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : সোনাইবাসীর আবেগ নিয়ে খেলা করলে পরিস্থিতি ভয়াবহ হবে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা স্কুলকে রক্ষা করব। ভয়াবহ পরিস্থিতি দেখা দিলে এরজন্য দায়ী থাকবেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। বুধবার সন্ধ্যায় সোনাই ক্লাবে সোনাই এনজি স্কুল সুরক্ষা কমিটির প্রতিবাদী সভায় এভাবে হুংকার ছুড়েছেন তারা। বিশিষ্ট শিক্ষাবিদ জালাল উদ্দিন মজুমদারের পৌরহিত্বে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বলেন, ঐতিহ্যবাহী সোনাই এনজি স্কুল সোনাই এলাকার সম্পদ। নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সোনাই এলাকার শিক্ষার আলো জ্বালিয়ে ছিল। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন অনেকে।
তাঁরা বলেন, সোনাইর বিধায়ক নাকি স্কুলের স্থলে বহুতম মাল্টি কমপ্লেক্স ব্যবসায়ী ভবন তৈরী করার ব্লুপ্রিণ্ট করছেন। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটি আধা কিলোমিটার দুরে জলসম্পদ বিভাগের জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারন হিসাবে বিধায়ক দেখিয়েছেন বাজারের মধ্যবর্তী স্থানে সুষ্ঠ শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া ভুবনতীর্থের রাস্তা দেখিয়ে স্কুল ভবনটি সরানোর কসরৎ করছেন।
বিভিন্ন বক্তা এ নিয়ে বিধায়কের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য রাখেন বদর উদ্দিন মজুমদার, খসরু আলম চৌধুরী, সাহাজান আহমেদ লস্কর, বাবুল বড়ভূইয়া, আবুসিদ্দিক লস্কর, শাহাদত লস্কর প্রমুখ।