ঘনিয়ালাঘাটে উদ্ধার হওয়া যুবকের মৃতদেহ শনাক্ত

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শনাক্ত করা হলো শিলচর ঘণিয়ালা মোকামঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, রামনাথ মালা নামে এই যুবক ছিলেন ধলাই থানা এলাকার রুখনি জিপির দুলাল গ্রাম সংলগ্ন রাখালটিলার বাসিন্দা।
রবিবার সকালে রামনাথের মৃতদেহ মোকাম ঘাট এলাকায় জঙ্গলাকীর্ণ স্থানে গলায় ফাঁস পরা অবস্থায় একটি গাছের ডালে ঝুলতে দেখা যায়। যদিও মৃতদেহের পা অনেকটাই বেঁকে লেগে লেগেছিল মাটিতে। তবে মৃতদেহ যখন দেখা যায় তখন কেউই তাকে চিনতে পারেননি।

সোমবার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে রামনাথের পরিজনরা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। জানা যায়, রামনাথ পেশায় ছিলেন একজন দিনমজুর, এর পাশাপাশি মাছের ব্যবসাও করতেন তিনি। গত ২৫ নভেম্বর ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে নাপাত্তা হন। এদিন মৃতদেহ সনাক্ত করার পর তা সমঝে দেওয়া হয়েছে তার পরিজনদের হাতে।

যদিও ঘটনাস্থল শিলচর ঘণিয়ালা  মোকামঘাটে যারা রামনাথের মৃতদেহ দেখেছেন, তাদের অনেকেরই বক্তব্য ঘটনার পেছনে লুকিয়ে থাকতে পারে কোনও রহস্য। কারণ যে গাছের ডালে মৃতদেহ ঝুলছিল তা ছিল খুবই নিচু। এতো নিচু ডালে ফাঁসি লাগে কেউ কিভাবে আত্মঘাতী হতে পারে এ নিয়ে সংশয় ব্যক্ত করেছেন তারা। আর বর্তমানে তার পরিচয় বের হওয়ার পর এই সন্দেহের মাত্রা বেড়েছে আরও। আত্মঘাতী হতে হলে রাখালখালের পার থেকে এতদূর এসে, কেন রামনাথ তা করতে যাবেন এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

Author

Spread the News