স্বপ্নিলের হাত ধরে এল তৃতীয় ব্রোঞ্জ

১ আগস্ট : আরও একটি ব্রোঞ্জ পদক এল ভারতের ঘরে। ৫০ মিটার এয়ার রাইফেলে (৩ পজিশনস শুটিং ইভেন্ট) পদক আনলেন স্বপ্নিল কুসালে। প্রথমে কিছুটা পিছিয়ে পরলেও শেষ মুহূর্তে দারুণ কামব্যাক করলেন তিনি। এর আগেও পিস্তল হাতে ব্রোঞ্জ এনেছিলেন মনু ভাকের। এবার রাইফেল হাতে পদক এনে দিলেন স্বপ্নিল। দীর্ঘক্ষণ ধরে তিনি ছিলেন ৫ম স্থানে। তবে শেষ পর্যন্ত ৪৫১.৪ পয়েন্টে শেষ করে ব্রোঞ্জ পেলেন তিনি।

Author

Spread the News